নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রয়াত বিএনপি নেতা কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু’র পুত্র আড়াইহাজার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন আড়াইহাজার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন ।
বৃহস্পতিবার ( ১৫ নভেম্বর ) সকালে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঢাকা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এই মনোনয়ন ফরম জমা দেন তিনি ।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পূর্বে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাহমুদুর রহমান সুমন । এ সময় নেতাকর্মীরা রুহুল কবির রিজভীকে আবেগ আপ্লুত কন্ঠে বলেন, বিগত দিনে প্রয়াত খসরু সাবেক আড়াইহাজার বিএনপির জন্য কাজ করেছেন । তিনি ছিলেন আড়াইহাজারের বিএনপির নিবেদিত প্রাণ । তিনি কখনো দলের সাথে বেইমানি করেনি । ইনশাল্লাহ যদি খসরু সাহেবের পুত্র সুমন কে বিএনপির মনোনয়ন দেওয়া হয় তাহলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে এবং হারানো আসন পুনরুদ্ধার হবে । এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের শান্তনা দেন এবং দলের জন্য কাজ করার আহ্বান জানান ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার ( ১২ নভেম্বর ) সকাল সাড়ে ১০টা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনের ফরম সংগ্রহের মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয় ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ তারিখ আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।