নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে চূড়ান্ত প্রাথী নিশ্চিত করেছে বিএনপি।
সোমবার ( ২৬ নভেম্বর ) বিকেলে বিএনপির গুলশান কার্যালয় থেকে দলীয় মনোনয়নের চিঠি পৌছানোর জন্য ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আজ রাতেই তাদের হাতে চূড়ান্ত মনোনয়ন তুলে দেয়ার কথা রয়েছে।
কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার , বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর, আড়াইহাজার থানা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সাবেক সাংসদ অধ্যাপক রেজাউল করিম, জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শিল্পপতি শাহ আলমের নাম চূড়ান্ত করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির কোন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি দলের একটি সূত্র জানিয়েছে। এ আসনটিতে জাতীয় ঐক্যফ্রন্টে প্রার্থী দেয়া হবে। ওই সূত্রটি আরো জানায়, এ আসনটিতে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক সাংসদ এস এম আকরামকে চূড়ান্ত করা হতে পারে।
উল্লেখ্য সোমবার ( ২৬ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সংসদীয় আসন বগুড়া- ৬ এবং ৭- এ মনোনয়ন দেওয়ার মধ্যদিয়ে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া শুরু করেন ।