নারায়ণগঞ্জের কন্ঠ:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাজারো মানুষের করতালি এবং বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হল কর অঞ্চল- নারায়ণঞ্জের আয়কর মেলা ২০১৮। “আমন্ত্রণ কনভেনশন সেন্টার” ফতুল্লা নারায়ণগঞ্জ এ আয়োজিত আয়কর মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করেন উদ্বোধনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-নারায়ণগঞ্জের মান্যবর কর কমিশনার জনাব রনজীত কুমার সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ মোঃ সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জনাব মোঃ মনিরুল ইসলাম, এফবিসিসিআই এর পরিচালক জনাব প্রবীর কুমার সাহা এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল ।
আয়কর মেলা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-নারায়ণগঞ্জে অতিরিক্ত কর কমিশনার জনাব মোঃ আব্দুস সবুর খান ।
প্রধান অতিথি জনাব রনজীত কুমার সাহা তার বক্তব্যে ব্যবসায়ীদের সঠিক আয়কর প্রদানের আহবান জানিয়ে বলেন, বর্তমান নারায়ণগঞ্জের কর কমিশনারের নেতৃত্বে কর সেবা করদাতাদের দোড়গোরায় পৌছে যাওয়ার যে শুভ সূচনা হয়েছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কর অঞ্চল-নারায়ণগঞ্জের উদ্যেগে কর বান্ধব পরিবেশে কর আহরণ করা হচ্ছে তাতে ব্যবসায়ীরা সন্তুষ্ট বলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন। তিনি আরো বলেন, আয়কর দিলে গর্ববোধ করা যায় যে, দেশের বড় বড় প্রজেক্টে যে ব্যয় হচ্ছে তাতে আমাদের অংশীদারীত্ব আছে। বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, সারা বিশ্বে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন কর ফাঁকি না দিয়ে যদি আমরা সঠিক ভাবে কর প্রদান করি, তাহলে ২০৪১ সালের পূর্বেই আমরা উন্নত দেশের কাতারে পৌছতে পারব। বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, উন্নত দেশ গড়ার জন্য করদাতাদের মনমানসিকতার উন্নয়নের মাধ্যমে অধিক আয়কর দেওয়ার আহবান জানান। উক্ত অনুষ্ঠানের সভাপতি এবং সকল অতিথিবৃন্দ সুষ্ঠুভাবে কর প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে উন্নয়নের মহাসড়কে অভিযাত্রায় অংশীজন হওয়ার আহবান জানান।
সারাদেশের ন্যায় এবছরও কর অঞ্চল- নারায়ণগঞ্জের উদ্যোগে ১৩ হতে ১৬ নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় “আমন্ত্রণ কনভেনশন সেন্টার” ফতুল্লা নারায়ণগঞ্জ এ, ১৪ হতে ১৭ নভেম্বর পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার শিল্পকলা একাডেমীতে, ১৫ নভেম্বর রূপগঞ্জ ও সোনারগাঁও এবং ১৮ নভেম্বর আড়াইহাজার, টঙ্গীবাড়ী ও শ্রীনগর উপজেলায় আয়কর মেলা ২০১৮ শুরু হবে প্রতিদিন সকাল ১০.০০ টা হতে। শুক্রবার ও শনিবার সরকারী অফিস বন্ধের দিন করদাতাদের সেবা প্রদান করার জন্য আরো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সহ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জস্থ জেলায় চলমান আয়কর মেলা ২০১৮ মিডিয়ায় সচিত্র প্রচার করা জন্য অনুরোধ করা হচ্ছে।