নারায়ণগঞ্জের কন্ঠ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৬ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ জেলার অন্তত ১০টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জানাগেছে, শনিবার (৬ জানুয়ারি) রাতে আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের বিভিন্ন ভোটকেন্দ্রে এসব ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলাধীন সাতগ্ৰাম ইউনিয়নেরইউনিয়নের বাহাদুর প্রাথমিক,৬নং ওয়ার্ড মাতাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মন্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড মনোহরদী প্রাথমিক বিদ্যালয়, আড়াইহাজার সদরের ঝাউগড়া প্রাথমিক বিদ্যালয়, গোপালদী পৌরসভার পাঠনাকান্দি প্রাথমিক বিদ্যালয়,দুপ্তারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আদর্শ বিদ্যানিকেতন, ৮নং ওয়ার্ডের পাঁচগাও বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জের সানাপাড় শেখ মর্তুজা আলী উচ্চ বিদ্যালয় স্কুল, বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন স্থানের ভোটকেন্দ্রের সামনে ও ভিতরে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মধ্যরাতে ভোটকেন্দ্র গুলোর সামনে হঠাৎ করে দুর্বৃত্তরা এসে আগুন ধরিয়ে দেয় এবং তারা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে করে রাতে আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয় । দুর্বৃত্তরা আগুন দেওয়ার সময় ‘ভোট চোর ভোট চোর, প্রহসনের ভোট মানি না, বলে স্লোগান দেয়।
নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাতে নারায়ণগঞ্জ জেলার কয়েকটি স্থানে ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করছে দুর্বৃত্তরা। তবে সেসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি আছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।