নারায়ণগঞ্জের কন্ঠ:
পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ।
সোমবার ( ১৮ অক্টোবর ) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন বালুর মাঠে সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে বিএনপির কর্মসূচি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে থাকে বালুর মাঠ এলাকার আশপাশ । এসময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ এসে নেতাকর্মীদের সরিয়ে দেয় । পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ আসলে নেতাকর্মীরা শ্লোগান দিয়ে আবারও একত্রে জড়ো হয় । এ সময়ে বিএনপির নেতাকর্মীরা ব্যানার নিয়ে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ এসে বাঁধা দেয় এবং নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে যায় । পরে নেতাকর্মীদের চলে যেতে বলে পুলিশ । পুলিশের বাঁধায় দাঁড়াতে না পেরে নেতাকর্মীদের নিয়ে স্থান ত্যাগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, সহ-সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন, যুগ্ম সম্পাদক এম এ আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার, যুব- বিষয়ক সম্পাদক আশরাফুল হক রিপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাদিম হাসান মিঠু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা তাঁতী দলের সভাপতি এড. শুকুর মাহামুদ, যুগ্ম আহবায়ক অলিউল্লাহ খোকন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী প্রমুখ।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান এবং অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবি করেন ।