নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দুটি নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
বৃহস্পতিবার ( ১৪ ফেব্রুয়ারি ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে এ জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
তৈমূর আলম খন্দকারের পক্ষে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী ভুইয়া, অ্যাডভোকেট বোরহান উদ্দীন সরকার, অ্যাডভোকেট সামসুজ্জামান খান খোকা, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু সহ বিএনপির অর্ধশতাধিক আইনজীবী।
মামলা সূত্রে জানাগেছে গত বছরের নভেম্বর মাসে রূপগঞ্জ থানার দুটি নাশকতার মামলায় তৈমুর আলম খন্দকারকে আসামী করা হয়। যার মামলা নং ২৪(৯)১৮ ও ৮(৯)১৮। এ দুটি মামলায় উচ্চ আদালত থেকে চার্জশিট দাখিল পর্যন্ত জামিন পান তিনি। এবং শর্ত ছিল চার্জশিট দাখিলের ৩০ দিনের মধ্যে নিম্ম আদালতে আত্মসমর্পন করতে হবে। তাই বৃহস্পতিবার তৈমূর আলম খন্দকার আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত জামিন দেন।