নারায়ণগঞ্জের কন্ঠ:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ঐক্যফ্রন্ট ও স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে ।
সোমবার ( ১০ ডিসেম্বর ) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রাব্বী মিয়া ।
উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা সহকারী রিটার্নিং অফিসার আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) জসিম উদ্দিন, হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন আরা বীনা প্রমুখ ।
নারায়ণগঞ্জ-১ আসনে নৌকা প্রতীক পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), ধানের শীষ প্রতীক পেয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি কাজী মনিরুজ্জান, জাকের পার্টির মাহফুজুর রহমান গোলাপ ফুল, জাতীয় পার্টির আজম খান লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমদাদুল্লাহ হাত পাখা, কমিউনিষ্ট পার্টি বাংলাদেশের মনিরুজ্জামান কাস্তে ও স্বতন্ত্র প্রার্থী হাবীব রহমান পেয়েছেন সিংহ প্রতীক।
নারায়ণগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু। একই আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ পেয়েছেন ধানের শীষ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন হাত পাখা ও কমিউনিষ্ট পার্টি বাংলাদেশের হাফিজুল ইসলাম পেয়েছেন কাস্তে প্রতীক।
নারায়ণগঞ্জ-৩ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা লাঙ্গল, বিএনপি’র মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সানাউল্লাহ নূরী হাতপাখা, কমিউনিষ্ট পার্টি বাংলাদেশের আব্দুস সালাম বাবুল কাস্তে, জেডিসি’র ফখরুদ্দিন তারা, তরিকৎ ফেডারেশনের মুবিজুর রহমান মানিক ফুলের মালা, জাকের পার্টির মুরাদ হোসেন জামাল পেয়েছেন গোলাপ ফুল ও স্বতন্ত্র প্রার্থী কায়সার হাসনাত পেয়েছেন সিংহ প্রতীক।
নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলার প্রভাবশালী নেতা একেএম শামীম ওসনমান, জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাশেমী ধানের শীষ, জাতীয় পার্টির সালাউদ্দিন খোকা মোল্লা লাঙ্গল, কমিউনিষ্ট পার্টির ইকবাল হোসেন কাস্তে, বিপ্লবী ওয়ার্কাস পার্টির মাহমুদ হোসেন কোদাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম হাতপাখা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর ওয়াজ উল্লাহ মাদবর ওযু পেয়েছেন গাভী, খেলাফত মজলিসের জসীম উদ্দিন বটগাছ ও বাসদের সেলিম মাহমুদ পেয়েছেন মই প্রতীক।
নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোট মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান পেয়েছেন লাঙ্গল, জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এসএম আকরাম পেয়েছেন ধানের শীষ, বাসদের আবু নাঈম খান বিপ্লব মই, সিপিবি’র মন্টু ঘোষ কাস্তে, জাকের পার্টির মোরশেদ হাসান জামাল গোলাপ ফুল, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের বাহাদূর শাহ মোজাদ্দেদী চেয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম পাতপাখা ও খেলাফত মজলিসের হাফেজ মোহাম্মদ কবির হোসেন পেয়েছেন দেয়াল ঘড়ি মার্কা।