নারায়ণগঞ্জের কন্ঠ:
পুলিশ মেমোরিয়াল ডে- ২০১৯ উপলক্ষে নিহত পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-৪ ও র্যাব-১১ সহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
পরে পুলিশ কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে নগরীর শহদী মিনার গিয়ে শেষ হয়। এর আগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ নিহত দুই পুলিশ সদস্যের পরিবারে সাথে কথা বলেন।
নিহতদের মধ্যে কনস্টেবল ইসমাইল হোসেন ২০১৪ সালের ১২ এপ্রিল গাজীপুর জেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগড়া নামক স্থানে নৈশপেট্রোল ডিউটিতে নিয়োজিত থাকাকালে রাত ২দিক থেকে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যুবরণ করে।
অপর কনস্টেবল মো জাকির হোসেন ২০১৬ সালের ১২ মে ঢাকা-আরিচা মহাসড়কে হাইওয়ে মোবাইল ডিউটি করাকালে মালবাহী ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হলে তাক্ষণিকভাবে তাকে মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন ।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রতিরোধের স্বর্ণোজ্জ্বল ঐতিহ্য অলঙ্কৃত বাংলাদেশ পুলিশ । দেশের অভ্যন্তরীন শান্তি-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও অপরাধে নিয়ন্ত্রন এবং গণতন্ত্র ও মানবধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ পুলিশের পেশাদার ও নিষ্ঠাবান সদস্যগণ।
দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রতিবছরে অনেক অকৃতোভয় পুলিশ সদস্য পুলিশ শহীদ হন। নিহত পুলিশ সদস্যগণের অবদানকে সম্মান জানানো জন্য বছরের এ দিনটিকে নির্বাচন করা হয় ।
দিনটিকে ‘ পুলিশ মেমোরিয়াল ডে’ হিসাবে পালন করা হয়। বাংলাদেশ পুলিশ ২০১৭ সাল ১লা মার্চ থেকে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ দেশব্যাপী সব পুলিশ ইউনিটে দিবসটি পালন করে আসছে।