নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকার আওতাধীন সদর ও বন্দর থানা এলাকার ভবিষ্যত প্রয়োজনীয় উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান মেম্বার, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীদের সাথে মত বিনিময় করেছেন সংসদ সদস্য সেলিম ওসমান। উক্ত মতবিনিময় সভায় তিনি নারায়ণগঞ্জের উন্নয়নে চেম্বার অব কমার্স, আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সমন্বয়ে একটি কমিটি গঠন সহ প্রতিটি এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং আইনজীবীদের সমন্বয়ে প্রতিটি এলাকায় উন্নয়ন কমিটি গঠনের ব্যাপারে মত প্রকাশ করেন। সেই সাথে নারায়ণগঞ্জের উন্নয়নে সাংবাদিকেরাই সব থেকে বেশি ভূমিকা রাখতে পারে মন্তব্য করে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
শনিবার ( ২ ফেব্রুয়ারি ) রাত ৮টায় রাইফেল ক্লাবের তৃতীয় তলা কমিউনিটি সেন্টারে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি এলাকায় ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি গঠনের বিস্তারিত স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে পৌছে দেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম.এ রশিদ, সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া, বন্দর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা আক্তার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সাগর, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শিউলি নওশেদ, হোসনে আরা, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ সালাম, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ সহ সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।