নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জসিম উদ্দিন হায়দার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। গত ২/৩ বছরে লাঙ্গলবন্ধে কি উন্নয়ন হয়েছে তা আজ দৃশ্যমান।
সোমবার (৮ এপ্রির) বেলা ১১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন অফিসের হলরুমে মহাতীর্থ লাঙ্গলবন্ধ অষ্টমী পূণ্য স্নান সুষ্ঠভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই স্নান উৎসবে ব্যাপক লোকজনের আগমন ঘটবে। আমরাদের দায়িত্ব থাকবে পূর্ণার্থীদের সেবা প্রদান করা। এখানে যেন কোন প্রকার দুর্ঘটনা বা প্রাণহানীর ঘটনা না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে স্নন উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা চাই।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের ভূমি কমিশনার রুমানা আক্তার, বন্দর থানার ইন্সপেক্টর মো.হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ আহম্মেদ, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন প্রমুখ।
এছাড়াও সভায় আরোও উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, কলাগাছিয়া নৌ ফাঁড়ি ইনর্চাজ ইন্সপেক্টর মোস্তাফিজ, বন্দর পল্লী বিদুৎ সমিতি ডিজিএম আশরাফুল আলম, কামতাল তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই আনোয়ার হুসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বন্দর থানা শাখার সভাপতি শংকর দাস, সাধারণ সমম্পাদক শ্যামল বিশ্বাস,পূজা উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি শিশির ঘোস অমর, লাঙ্গলবন্ধ স্নান উদযাপন কমিটির দপ্তর সম্পাদক রিপন চন্দ্র দাস প্রমুখ।