স্টাফ রিপোর্টার: জাহিদ হাসান রোজেলকে
আহ্বায়ক ও শহিদুল ইসলাম টিটুকে সদস্য সচিব মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার ( ৭ ফেব্রুয়ারি ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ পূর্নাঙ্গ কমিটির অনুমোদনের কপি ফতুল্লা থানা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের কাছে হস্তান্তর করেন। এসময়ে আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সেই সাথে আগামী ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলনের তারিখ নির্ধারণ করতে বলা হয়েছে। আর ফতুল্লা থানা বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম আহ্বায়ক, ১ম যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব যৌথভাবে পরিচালনা হবে।
ফতুল্লা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লা, একরামুল করিম মামুন, আকবর হোসেন, ওমর আলী, রুহুল আমিন শিকদার, আব্বাস আলী বাবুল, এড. এস এম মাহমুদুল হক আলমগীর, এড. আল- আমিন সিদ্দিকী, আলাউদ্দিন বারী, সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু। সদস্যরা হলেন এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, রিয়াদ মো. চৌধুরী, রহিমা শরীফ মায়া, নাদিম হাসান মিঠু, আবু তাহের মোল্লা, আমজাদ শিকদার, বোরহান ব্যাপারী, এড. সৈয়দ মশিউর রহমান শাহিন, গিয়াস উদ্দিন লাভলু, রাসেদুল হক মিলকী, এড. জাহিদ হাসান রুবেল, আবু বখতিয়ার সোহাগ, কায়েস আহমেদ পল্লব, হাবিবুর রহমান রিপন, এনামুল হক মামুন, আবুল হোসেন, শাহজাহান আলী, মাহফুজুর রহমান লিমন, জুয়েল আরমান, জাহাঙ্গীর হোসেন।
গত ২১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন রূপগঞ্জ থাকা ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
এর আগে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে কমিটির অনুমোদন দেওয়া হয়। ১০টি ইউনিটের আহ্বায়ক কমিটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।