নারায়ণগঞ্জের কন্ঠ: ফতুল্লা থানা মৎস্যজীবী দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রাসেল প্রধানকে সভাপতি ও ওমর ফারুক নাঈম খাঁনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলন শেষে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান।
রোববার ( ১ নভেম্বর ) বিকেলে ফতুল্লা থানাধীন বক্তাবলী মধ্যনগর এলাকায় এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী, প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আমিনুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির সভাপতি রাসেল প্রধানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম খান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, মোহাম্মদ হোসেন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম সহ মৎস্যজীবী দলের শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতারা।
এই প্রথম নারায়ণগঞ্জে মৎস্যজীবী দলের কোন থানা কমিটি গঠনে কয়েকশ নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হলো। এর আগে নারায়ণগঞ্জের মৎস্যজীবী দলের কোন সম্মেলন তো দুরের কথা কোন আনুষ্ঠানিকতাই দেখা যায়নি। সম্মেলনে ফতুল্লা থানাধীন বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা যোগদান করেন।
সম্মেলনে অতিথিদের বক্তব্য শেষে ১৭ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান।
কমিটিতে সভাপতি পদে রাসেল প্রধান ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক নাঈম খাঁন ছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে ছলিমুল্লাহ হৃদয়, সহ-সভাপতি পদে ফজলুল হক সিকদার, মাসুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল প্রধান, সহ-সাধারণ সম্পাদক পদে রাজু আহাম্মেদ, মোহাম্মদ শাহআলম, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হোসেন, আল আমিন, প্রচার সম্পাদক পদে আব্দুস সালাম, সহ-প্রচার সম্পাদক পদে শাকিল আহাম্মেদ, দপ্তর সম্পাদক পদে সুমন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক পদে ইদ্রিস হোসেন মনা, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মোস্তফা ও নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সোহেল মাদবরের নাম ঘোষণা করা হয়।