নারায়ণগঞ্জের কন্ঠ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের আত্মস্বীকৃত খুনী মাজেদের লাশ অপসারণের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের জন্মভূমি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মাটিকে কলংকমুক্ত করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী ।
রোববার ( ১২ এপ্রিল ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও বর্তমান এই দুর্যোগের সময়ে রাতের আধারে সবাইকে ঘুমে রেখে আওয়ামী লীগের জন্মভূমি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মাটিতে খুনী মাজেদের লাশ দাফন করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ সহ জাতীয় ৪ নেতার হত্যাকারীদেরকে খুনী মোশতাক ও জিয়া পুরস্কৃত এবং পূণর্বাসিত করেছিলেন। তাই জাতির পিতার বাংলার মাটিতে সেই খুনী ও কুলাঙ্গারদের ঠাই হতে পারেনা। তাই অনতিবিলম্বে খুনী মাজেদের লাশ অপসারণের মাধ্যমে সোনারগাঁয়ের মাটিকে কলংকমুক্ত করার দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গোপনীয়ভাবে ১২ এপ্রিল রোববার ভোর ৪টায় সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এস পি ইউনিয়ন ডিগ্রী কলেজের পিছনে তার শশুরবাড়ির পারিবারিক কবরস্থানে বঙ্গবন্ধুর খুনী মাজেদের লাশ দাফন করা হয়েছে।