স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ( ৩১ আগষ্ট ) বিকেল চারটায় শহরের কালির বাজারে সরকারি গণগ্ৰন্থাগার অডিটোরিয়াম প্রাঙ্গণে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিজ বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু’র সভাপতিত্বে ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ ( সদর ) সুবাস চন্দ্র সাহা, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল ,নারায়ণগঞ্জ হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রকল্প সহকারী পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী ।
আরোও উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, সিদ্ধিরগঞ্জ কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর কমিটির সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, পূজা পরিষদ নেতা তপন ঘোপ সাধু, রিপন দাস, প্রদীপ কুমার দাস, জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব ভজন চন্দ্র দাস প্রমুখ ।
সভাশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় ।