নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ -৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান স্মরন করে তার সহধর্মিণী পারভীন ওসমান বলেছেন, আমি এমন একজনের স্ত্রী যার রক্তের সাথে মিশে আছে বন্দরের মাটি । তিনি তার জীবদ্দশায় বন্দরের মানুষের জন্য কাজ করে গেছেন । বন্দরের মাটি আমার রক্তের সাথে মিশে আছে । যতদিন বেঁচে আছি আপনাদের ডাকে সাড়া দিয়ে সুখে দুঃখে পাশের থাকবো ।
শুক্রবার ( ১৯ এপ্রিল ) বিকেলে বন্দরের ঐতিহাসিক সোনাকান্দা কিল্লার মাঠে এম সি ই এল.ই. ডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন ।
তিনি বলেন, খেলাধুলা মনের আনন্দের বহিঃপ্রকাশ । প্রথমে লেখাপড়া তারপরও হলো খেলাধুলা । খেলাধুলা মাদক থেকে দূরে রাখে । তোমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হবে । পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ।
৫২ নং সোনাকান্দা বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা আজহারুল ইসলাম জিন্নাহ, নাসিক সাবেক মহিলা কাউন্সিলর রেজোওয়ানা হক সুমি, বিশিষ্ট সমাজ সেবক, ফাইজুল হক, মোঃ সায়েম, নারায়ণগঞ্জ জেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রূপু, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ প্রমুখ ।
ফাইনাল খেলায় সোনাকান্দা চৌধুরী পাড়া একাদশ ১/ ২ গোলে হারিয়ে বিজয়ী হয়েছেন তাফসীর ওয়ারিয়ন ।