নারায়ণগঞ্জের কন্ঠ:
বন্দরে ১৬হাজার পিছ অর্থাৎ ৩২ লাখ টাকার ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
২১ নভেম্বর বুধবার রাতে র্যাবের বিশেষ মাদক উদ্ধার অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন সুদূর বরিশাল জেলার কোতোয়ালী থানার কাঠপট্টি এলাকার আফতাব আলীর ছেলে টিপু সুলতান তপু(৩৪) ও একই থানার ঘোড়াচাদ দাশ এলাকার নাজির আলী হাওলাদারের ছেলে মোঃনুরু (৪০)।
এব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে ।
জানা গেছে , বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিট একশন ব্যাটিলিয়ন-১১ মাদক বিরোধী অভিযান চালায় অভিযানে , র্যাব-১১ এর ডিএডি রবিউল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স বন্দর থানার মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাদি পেট্রোল পাম্প অতিক্রম করা একটি প্রাইভেট কারকে তল্লাশী চালায়। এসময় প্রাইভেটকারটিতে থাকা তপু ও নুরু একুশে টিভির সাংবাদিক পরিচয় দিয়ে তল্লাশীতে বাধা দেয়। তল্লাশীর এক পর্যায় তারা তপু ,নুরু’ এবং গাড়ীতে থাকা ৮০জিপার তথা ১৬হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ৩২ লাখ টাকা। পরে ধৃত তপু ও নুরুর কাছে থাকা ২টি মোবাইল ফোন , নগদ সাড়ে ১৭হাজার ৫শ’ টাকা ও ইয়াবা বহনকারী গাড়িটি জব্দ করা হয়।