নারায়ণগঞ্জের কন্ঠ:
আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য বন্দর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মাঝে প্রতীক বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বন্দর উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রার্থীদের মাঝে নির্বাচনের প্রতীক বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজিমউদ্দিন প্রমূখ ।
বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সানাউল্লাহ সানু উড়োজাহাজ, আকতার হোসেন বই, নুরুজ্জামান তালা, হাফেজ পারভেজ হাসান চশমা এবং শহিদুল ইসলাম জুয়েল টিউবওয়েল প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. মাহমুদা কলস, সালিমা হোসেন শান্তা ফুটবল এবং নুরুন্নাহার সন্ধ্যা হাঁস প্রতীক পেয়েছেন।
প্রসঙ্গত, ৯ মে বন্দর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে, প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৩১ মে।
বন্দর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৬৮৯ জন। পুরুষ ভোটার সংখ্যা ৫৮ হাজার ৩২৫ এবং মহিলা ভোটার সংখ্যা ৫৬ হাজার ২৬৪ জন। বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ৫৪টি এবং ভোটকক্ষ সংখ্যা ৩২৪টি। ইভিএমে অনুষ্ঠিত হওয়া বন্দর উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে রয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিন্টু ব্যাপারী।