বাংলাদেশ ও ভারত মধ্যকার শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের একাই গুড়িয়ে দিলেন দীপক চাহার। তাই ভারতকে জেতানোর নায়ক শ্রেয়াস আইয়ার পাশাপাশি তিনিও। এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং করেন চাহান। হ্যাটট্রিকের পাশাপাশি বিশ্বরেকর্ডও গড়েন এই তরুণ পেসার।
গতকাল রবিবার বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে মোট ৩.২ ওভার বোলিং করেন দীপক চাহার। এর মধ্যে হ্যাটট্রিকসহ ৭ রানে ৬ উইকেট তুলে নেন তিনি।
ম্যাচ বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবারের মত চাহারকে আক্রমণে আনেন ভারতীয় অধিনায়ক রোহিত। ওই ওভারের চতুর্থ বলে পুল শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন লিটন দাস। পরের বলে সহজ ক্যাচ দিয়ে আউট হন সৌম্য সরকারও। তবে ষষ্ঠ বলে উইকেট না গেলে হ্যাটট্রিক থেকে বঞ্চিত থাকেন তিনি।
এরপরে নিজের দ্বিতীয় ওভারে নাঈম শেখ আর মোহাম্মদ মিঠুনের ৯৮ রানের জুটি ভাঙেন চাহার। সেইসঙ্গে দলকে ম্যাচে ফেরান। চাহারের অফ স্টাম্পের বাইরের বল তুলে মারতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ আউট দেন মিঠুন।
১৮তম ওভারে ফের চাহারকে ডাকা হয়। নিজের তৃতীয় ওভারের প্রথম বলে মুস্তাফিজুর রহমানকে ফেরান তিনি। মুস্তাফিজের পর শফিউল ইসলামকে আউট করে চতুর্থ ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে পাঁচ উইকেট শিকার করেন চাহার। ওই ওভারেই দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিকের স্বাদ পান তিনি। তার ইয়র্কারে বোল্ড হন আমিনুল ইসলাম। বাংলাদেশের কফিনে সর্বশেষ পেরেক ঠুকে দেন চাহার।
এর আগে ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ৮ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। দীর্ঘদিন পর লঙ্কান স্পিনারের রেকর্ড ভাঙলেন এই চাহার।
উল্লেখ্য, এদিন বাংলাদেশকে ৩০ রানে হারায় ভারত। ভারতের করা ১৭৪ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৪৪ রানে।