নারায়ণগঞ্জের কন্ঠ: সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে শনিবার সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন।
এ ছাড়া আজ সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান – এই চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি।