নারায়ণগঞ্জের কন্ঠ : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে নারায়ণগঞ্জ জেলাকে ইতিমধ্যে অনির্দিষ্টকালের লকডাউন ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের অসহায় মানুষ গুলো । বর্তমান এই চলমান সংকটে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের পাশে মানবতার ফেরিওয়ালার মতো এসে দাঁড়িয়েছেন এফবিসিসিআইর সাধারণ সদস্য, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক এবং আওয়ামীলীগ নেতা সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল ।
প্রায় দেড় মাস যাবৎ গরীব হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ গুলো কাজ কর্ম নেই । বর্তমান পরিস্থিতিতে গৃহবন্দি হয়ে পড়েছে নিম্ন আয়ের অসহায় হতদরিদ্র মানুষ গুলো । বিশেষ করে গ্ৰামের খেটে খাওয়া মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে । এমন পরিস্থিতিতে অসহায় নিম্ন আয়ের মানুষের প্রতি সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লায়ন বাবুল । তিনি নিম্ন আয়ের অসহায় গরীব চার হাজার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন । বারদী ইউনিয়নের চার হাজার পরিবারের জন্য চাল, ডাল, আলু, পিঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রস্তুতি করেছেন । ইতিমধ্যে তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি । দীর্ঘ এক মাস যাবৎ বারদী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গ্ৰাম, পাড়া , মহল্লা নিম্ন আয়ের হতদরিদ্রের মাঝে চাল, ডাল, আলু , পিঁয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ।
পাশাপাশি বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সমাজের মধ্যবিত্ত পরিবার গুলা সবচেয়ে বেশি মানবেতর জীবন যাপন করছে । ছোট খাটো ব্যবসায়ীরা ব্যবসা বা দোকান বন্ধ হয়ে যাওয়ার কারনে একদম কর্মহীন হয়ে পড়েছে । অসহায়ের মত লোক লজ্জায় কারো কাছে
কিছু চাইতেও পারছে না । এ ধরনের পরিবার গুলো খুঁজে খুঁজে গোপনে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিজে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন লায়ন বাবুল । বর্তমান পরিস্থিতিতে এ লায়ন বাবুলের এ কার্যক্রম চলমান রয়েছে ।
নোবেল করোনা (COVID-19) শুরুতেই সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও হাটবাজার ঘুরে ঘুরে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট ও হ্যান্ড গ্লাবস বিতরণ করেন সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল । গ্ৰামের সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি । এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সাধারণ মানুষের হাত পরিস্কার করান এবং হাত ধোয়ার সাবান বিতরণ করেন তিনি ।