নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ (সদর-বন্দর) ৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন পেলেন এড. আবুল কালাম। মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি’র গুলশান কার্যালয় থেকে তার হাতে মনোনয়ন সংক্রান্ত চিঠি তুলে দেয়া হয়। এযাবৎ পর্যন্ত বিএনপির নীতি নিধারকরা এড. আবুল কালামকে ৭ বার দল থেকে মনোনয়ন দিয়েছেন বলে জানান তার সমর্থকরা।
তারা আরও বলেন, যার মধ্যে তিনি ৩ বারের সাংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচন সুষ্ঠু হলে এড. আবুল কালাম বিপুল ভোটে জয় লাভ করবে। এছাড়াও ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক বুদ্ধিমতার কারনে সকলের কাছে প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। যার ফল সূতিতে বর্তমান তিনি মহানগর বিএনপি সভাপতি সহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন ।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।