নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পোষ্ট অফিস এলাকায় আন্দন বাসে আগুন ও ভাংচুর মামলায় আদালতে হাজিরা দিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদারসহ বিএনপির নেতাকর্মীরা । মামলা নং ৩৪(৫)১৩ ।
বৃহস্পতিবার ( ২১ মার্চ ) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত আফতাবুজ্জামানের আদালতে হাজিরা দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকার, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা মোঃ রাজিব, বিএনপির নেতা মোঃ সজল আহমেদ, মোঃ আনোয়ারা মাষ্টার, মোঃ চুন্নু মিয়া, যুবদল নেতা আহমেদ আলী, মোঃ সোহাগ আহমেদ, মোঃ সেন্টু মিয়া, ফতুল্লা থানা জামাত নেতা মোঃ আঃ বাতেন,ইয়াসিন মাষ্টার সহ আসামিরা।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।
হাজিরা শেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার বলেন হামলা, মামলা, গুম, নিযার্তন, গ্রেফতার করে বিএনপির নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবেনা, কোন স্বৌরচার সরকার বিরুদ্ধী দলের নেতাকর্মীদের নিযার্তন করে ক্ষমতার থাকতে পারেনি, আমি মনে করি এই তাবেদার সরকার ও বেশি দিন থাকতে পারবে না।অচিরেই এই জুলুম নিযার্তনের অবসান হবে ।