নারায়ণগঞ্জের কন্ঠ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় নগরীতে আড়াইহাজার পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল অংশগ্রহণ করেছে।
সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার ( ২০ অক্টোবর ) দুপুর থেকেই আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চাষাঢ়ার আশপাশে জড়ো হতে থাকে। পরে বিকেল তিনটার দিকে নেতাকর্মীদের মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেন।
আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি
সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটনের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সহ- সভাপতি ডাঃ জসিম উদ্দিন, হজরত আলী, শাহ আলম, ইউনুস মীর, জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান সুমন, আব্দুল বাকী, সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা, সোহেল মিয়া, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মতিউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক মো. সুমন মিয়া, যুব বিষয়ক সম্পাদক সুমন মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ- ছাত্র বিষয়ক সম্পাদক আতাউর রহমান সানি, শ্রম বিষয়ক সম্পাদক মো. এবাদুল্লা মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ডাঃ খোরশেদ আহম্মদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বশির আহম্মেদ, তাতী বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান গনি, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহীন মিয়াসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।