সংবাদ বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বন্দর উপজেলা বিএনপি’র আওতাধীন মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
শাহিন আহমেদকে গ্ৰেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন বলেন, প্রহাসনের নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শাহি আহমেদকে গ্ৰেপ্তার ও মামলা দিয়ে এক দফা দাবির রাজপথের আন্দোলন থেকে বন্দর উপজেলা বিএনপি’র নেতাকর্মীদেরকে দূরে সরিয়ে রাখা যাবে না। সকল গ্ৰেপ্তার ও মামলা হামলা উপেক্ষা করে আমরা এই সরকারের পতন ঘটাবো ইনশাল্লাহ।
অবিলম্বে শাহিন আহমেদসহ গ্ৰেপ্তারকৃত সকল বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি করছি।
উল্লেখ্য- সোমবার দুপুরে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদকে গ্ৰেপ্তার করে বন্দর থানা পুলিশ। শাহিন আহমেদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বন্দর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।