নিউজ ডেস্ক:
বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় বিশ্বের ২৬ তম প্রভাবশালী নারী নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নারী রাজনীতিবিদদের মধ্যে তিনি ষষ্ঠ প্রভাবশালী ব্যক্তিত্ব।
মঙ্গলবার এই তালিকা প্রকাশ করে ফোর্বস। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। গত আট বছর ধরেই শীর্ষে অবস্থান করছেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লাগার্দে।
গত বছর শেখ হাসিনার অবস্থান ছিলো ৩০। ২০১৬ সালে ৩৬তম এবং ২০১৫ সালে ৫৯তম অবস্থানে ছিলেন। ম্যাগাজিনে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়, ২০১৭ সালে তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের সহযোগিতা এবং তাদের জন্য ২ হাজার একর ভূমি বরাদ্দ দেন। তিনি এখন রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন।
তালিকায় রানী এলিজাবেথের অবস্থান ২৩। তার পরেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।