নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ শহরের ডাক বাংলোর সামনে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিলো বাবা-মেয়ের প্রাণ। মা-বাবার বিচ্ছেদের পর মুক্তি আলিফ বেলি (১৪) মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেই বসবাস করতো। সেখানকার একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সে। গত ৩ ডিসেম্বর বাবা আলতাফ হোসেনের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরে বেলি। কিন্তু বাবা-মেয়ের এ দেখাই যে শেষ দেখা হবে সেটি বোধহয় স্বপ্নেও কেউ ভাবেনি।
শুক্রবার বাদ জুম্মা বাবা আলতাফ হোসেনের সঙ্গে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে নগরের চাষাঢ়া ডাক বাংলোর সামনে তাদের বহনকারী রিকশাকে সামনে থেকে চাপা দেয় ইটবোঝাই একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যায় বাবা-মেয়ে। এ ঘটনায় রিকশাচালক আহত হলেও তাকে পরে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর ট্রাকচালক হাবিব পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা তাকে আটকে পুলিশে সোপর্দ করে।
নিহত আলতাফ হোসেন একজন ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
আমেরিকা থেকে দেশে ফিরে বেলি ফতুল্লার পঞ্চবটিতে তার খালা অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকার বাসায় ওঠে। আয়েশা সিদ্দিকা নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী। তিনি বলেন, শুক্রবার একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বেলিকে তার বাসা থেকে নিয়ে যায় ওর বাবা আলতাফ হোসেন। দুপুরে তিনি খবর পান তারা ট্রাক চাপায় নিহত হয়েছেন। খবর পেয়ে অন্যান্য স্বজনসহ ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙ্গে পড়েন অ্যাডভোকেট আয়েশা। তিনি নিথর ছোট্ট বেলিকে মা মনি বলে সম্বোধন করে বার বার ডেকে তোলার চেষ্টা করেন। বলেন, মা উঠে বসো। এভাবে যেও না মা। আমি তোমার মাকে কী জবাব দেবো মা!
পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাড়ার ডাকবাংলো এলাকায় বেলি ও তার বাবা আলতাফ হোসেনকে বহনকারী রিকশাটি চাষাড়া থেকে পঞ্চবটীর দিকে যাচ্ছিল। ওই সময় উল্টোদিক থেকে দ্রুতগতির একটি ট্রাক (কুমিল্লা-ট-৩৪২৫) এসে ওই রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দিলে সড়কে পড়ে যায় বাবা-মেয়ে। তখন ট্রাকটি তাদের মাথার ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুইজন। এরপর দ্রুত চালক ট্রাক রেখে পালানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রাকের চাকার নিচ থেকে বাবার এবং সড়কের পাশে পড়ে থাকা মেয়ের মরদেহ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।