নারায়ণগঞ্জের কন্ঠ : করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদলের রোগমুক্তি কামনা করে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ( ৭ অক্টোবর ) বাদ আছর নতুন কোর্ট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন হয় । এসময়ে ভিপি বাদলের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী মেম্বার, সহ- সভাপতি আঃ মালেক, দিগুবাবুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সালাম বেপারী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল সাইফ, সহ-সভাপতি সালাম খন্দকার সেলিম, যুগ্ম সম্পাদক বাবুল আহমেদ, রিপন চন্দ্র দে, সহ- সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।