স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সদর থানাধীন তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ ।
শনিবার (৫সেপ্টেম্বর ) এক শোকবার্তায় নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস শোক প্রকাশ করে বলেন, মসজিদের ভিতরে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা সত্যিই হৃদয় বিদারক । এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি ।আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি । নারায়নগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করছি ।
আরোও শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন,যুগ্ম আহবায়ক সঞ্জয় দাস,সাধারণ সম্পাদক ভজন দাস, মহানগর যুব পরিষদের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সদর থানাধীন তল্লা এলাকায় বাইতুল সালাত জামে মসজিদের গ্যাস লিকেজ এর কারণে বিস্ফোরণের ঘটনায় এপর্যন্ত ১৬ জন মুসল্লীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে, আরো ২৫ জন মুসল্লী অগ্নিদগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন। মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।