নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে আহত-নিহতের পরিবারের স্বজনরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. জসিমউদ্দীনের কাছে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর নিকট তারা ৬ টি বিষয় অনুরোধ করেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর উপার্জনক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে এককালীন অর্থ সহায়তা প্রদান, স্বামীহারা নারীদের বিধবা ভাতার আওতাভুক্ত, ক্ষতিগ্রস্থ মসজিদ পূর্ণ সংস্কার করে দ্রুত নামাজের ব্যবস্থা, মসজিদ সংলগ্ন রাস্তা মেরামত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা।
এদিকে স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিস্ফোরণে নিহত মসজিদের ইমামের ছেলে নাঈমুল হাসান বলেন, আমাদের স্বজনহারা পরিবারগুলোর অধিকাংশই সামর্থ্যহীন। আমাদের অনেকেই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে৷ বর্তমানে হতাহত পরিবারগুলো অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। আমাদের চাওয়া-পাওয়াগুলো যেন মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টিতে দেখেন।