নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মাদক ব্যবসায়ীদের কঠোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাদক ব্যবসায়ীদের আর কোন ছাড় নেই । যারা মাদক ব্যবসা করে তাদের ঘরবাড়ি এলাকার মানুষকে নিয়ে ভেঙ্গে দিবো । মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে চলবে । মাদকের বিরুদ্ধে কোন আপোষ নেই ।
সোমবার ( ৭ জানুয়ারি ) বেলা এগারোটায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে ( উম্মুক্ত দিবস ) তিনি এসব কথাগুলো বলেন ।
তিনি আরো বলেন, আগামী সাত দিনের দশ জন কাউন্সিলর ও দুই জন চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে আমি সদর মডেল থানার আওতাধীন সকল মাদকের বিরুদ্ধে তালিকা তৈরি করবো । আর এই তালিকা করতে সবাই আমাকে সহযোগিতা করবেন । ইনশাল্লাহ আমি আগামী ওপেন হাউজ ডে পর্যন্ত যদি এই থানায় থাকি তাহলে আমি সকলের সহযোগিতা নিয়ে এই এলাকার সমস্ত মাদক ব্যবসায়ীকে নির্মূল করবো ।
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ শাহেনেওয়াজ , নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, নারী কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন আহমেদ, সদর মডেল থানার ওসি ( তদন্ত ) মিজানুর রহমান, ( অপারেশন ) জয়নাল আবেদীন প্রমুখ ।