নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ রেড ক্রস রেড ক্রিসেন্টের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, মানব সেবাই পরম ধর্ম । মানুষের সেবা প্রদানের মধ্যদিয়ে আল্লাহকে খুশি করা যায় । পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয় । যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করে যাবো ।
বুধবার ( ৮ মে ) সকালে চাষাঢ়া ডাক বাংলোয়
বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ইউনিটের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথাগুলো বলেন ।
তিনি আরো বলেন, পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগ হয় । রেড ক্রিসেন্ট এ ধরনের দুর্যোগে কাজ করে থাকে এবং ক্ষতিগ্রস্তদের সেবা দিয়ে থাকে । খনিকের এই পৃথিবীতে মানব সেবার মধ্যদিয়ে স্রষ্টাকে খুশি করে মরতে চাই । যাতে এই কাজের মধ্যদিয়ে মৃত্যুর পরও আমরা মানুষের মাঝে বেঁচে থাকতে পারি ।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ রেড ক্রস রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান এড. আসাদুজ্জামান আসাদ, সেক্রেটারী আবদুর রহমান লিটন, সদস্য দেলোয়ার হোসেন চুন্নু, সদস্য এড. নবী হোসেন, সদস্য এড. জাকির হোসেন, সদস্য তাহের উদ্দিন আহমেদ সানি, সদস্য ডাঃ হাবিবুর রহমান, ইউনিট অফিসার মাহফুজা আক্তার নীলা প্রমুখ ।
আলোচনা সভা শেষে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এর আগে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় । র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।