নারায়ণগঞ্জের কন্ঠ: সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ সকল রাজবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁ থানা জাসাসের নেতাকর্মীরা।
শনিবার ( ২০ মে ) সকাল ১১টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কে এ বিক্ষোভ মিছিল করে সোনারগাঁ থানা জাসাসের নেতাকর্মীরা।
এসময়ে বিক্ষোভ মিছিল থেকে সোনারগাঁ থানা জাসাসের নেতাকর্মীরা কারাবন্দি কারাবন্দি সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ সকল রাজবন্দীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁ থানা জাসাসের সিনিয়র সহ- সভাপতি মনির হোসেন মিন্টু, সহ-সভাপতি শেখ ফরিদ, মামুন, জামপুর ইউনিয়ন জাসাস নেতা আলমগীর, সোলয়মান, হাফিজুল, আলম, শাহিন, কামরুজ্জামান, হাকিমসহ জাসাসের নেতৃবৃন্দ।