স্পোর্টস ডেস্ক: নারায়ণগঞ্জের ক্রিকেট ইতিহাসে এই প্রথম টানা দুই ম্যাচে সেঞ্চুরী করার অনন্য গৌরব অর্জন করলেন শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাবের সাবেক ক্রিকেটার শেখ মোহাম্মদ আব্দুল্লা আল মামুন রানা।
নারায়ণগঞ্জে চলমান মাস্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জ সিজন- ২ টুর্নামেন্টের গত ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত খেলায় প্রাইম জিন্স ব্লাস্টার্সের হয়ে শীতলক্ষ্যা ভাইকিংস এর বিরুদ্ধে ৬২ বল খেলে ১০৭ রান (নট আউট) এবং শনিবার ৬ মার্চ অনুষ্ঠিত খেলায় নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৬৬ বল খেলে ১০৬ (নট আউট) রানের অনবদ্য ইনিংস খেলার মাধ্যমে নারায়ণগঞ্জের ক্রিকেটাঙ্গনে টানা দুই ম্যাচে শতরান করার বিরল কৃতিত্ব অর্জন করেন এক সময়ের তুখোড় এই উইকেট কিপার কাম ব্যাটসমেন।
প্রসঙ্গত, শেখ মোহাম্মদ আব্দুল্লা আল মামুন রানা শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব থেকে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট সহ ঢাকা ক্রিকেট লীগের দাপটের সহিত খেলেছেন।
উল্লেখ্য, সিজন ২ এ ছয়টি দল নিয়ে প্রতি শনিবার একেএম শামসুজ্জোহা ক্রিকেট স্টেডিয়ামে চলমান রয়েছে মাস্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জ ক্রিকেট টুর্নামেন্টটি।