নারায়ণগঞ্জের কন্ঠ : মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি.আর.দত্ত) বীর উত্তম এর বিদেহী আত্মার শান্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ( ২৫ আগষ্ট ) সন্ধ্যা সাতটায় শহরের টানবাজারস্থ শ্রী শ্রী দরিদ্র ভান্ডার কালীবাড়ি মন্দির এ প্রার্থনা সভার আয়োজন করা হয় ।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি.আর.দত্ত) বীর উত্তম এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন । এবং তার মৃতদেহ দেশের মাটিতে ফিরে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন । সভাশেষে প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি.আর.দত্ত) বীর উত্তম এর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় ।
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল,মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সৌরভ দেউরী, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সুজন দাস, সিদ্ধিরগঞ্জের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিজয় সরকার, সদর উপজেলার সাধারণ সম্পাদক রাজিব তালুকদার, মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, মহানগর নেতা অরুণ দেবনাথ, পিন্টু রায়, হিমাদ্রি সাহা হিমু, সুজন বিশ্বাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাউগী সুমন, সাধারণ সম্পাদক ভজন দাস, যুগ্ম আহ্বায়ক সঞ্জয় দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সদর উপজেলার সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ, বন্দর উপজেলার সভাপতি তুলসী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, জন সরকারসহ নেতৃবৃন্দ।
প্রার্থনা সভা পরিচালনা করেন জেলা ঐক্য পরিষদের নেতা নারায়ণ মাষ্টার।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয় ।