নারায়ণগঞ্জের কন্ঠ:
সিদ্ধিরগঞ্জের সানারপাড়স্থ এন আলম মেরিট কেয়ার স্কুলের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপতি হয়েছে। এসময় জিপিএ-৫ প্রাপ্তদের এবং সরকারী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনাও দেয়া হয়। গতকাল শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয় স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুরুল আলমের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ ইয়াছিন মিয়া। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জয়নাল হোসেন শামীম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী তৌহিদ হোসেন মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন চিশতী সিপলু, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ফজলুল হক, জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক হাজী মোঃ সুমন কাজী, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, বিশিষ্ট সমাজ সেবক আনিসুল হক ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মনর উদ্দিন, এন আলম মেরিট কেয়ার স্কুলের উপদেষ্টা মোজাম্মেল হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সফিকুল ইসলাম মৃধা ও বিশিষ্ট ব্যবসায়ী শহীদ দেওয়ান প্রমুখ। অনুষ্ঠানে ২০১৭ সালের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৩ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়।