নারায়ণগঞ্জের কন্ঠ: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবু (আনারস) বিজয়ী হয়েছেন। তিনি ১ হাজার ১শত ৩২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোহাগ রনিকে পরাজিত করেন।
বুধবার (১৫ জুন) সন্ধ্যায় ইউনিয়নের মোট ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী মোট ২৪ হাজার ২শত ১০ ভোটের মধ্যে আরিফ মাসুদ বাবু (আনারস) ৮৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহাগ রনি (নৌকা) পান ৭২৬৭ ভোট।
এদিকে, প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোগরাপাড়া এইচ. জি. জি. এস স্মৃতি সরকারি বিদ্যালয় নতুন ভবন কেন্দ্রে নৌকা ভোট পেয়েছেন ৫৮৬ আর আনারস পেয়েছেন ৫২৯। মোগরাপাড়া এইচ. জি. জি. এস স্মৃতি সরকারি বিদ্যালয় পুরাতন ভবন কেন্দ্রে নৌকা পেয়ে ৬২১ আর আনারস ৫৮২। বাড়ী মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ভোট পেয়েছেন ৬২৮ আর আনারস পেয়েছেন ৫৬৩। সোনারগাঁও ল্যাবরেটরী স্কুল কেন্দ্রে নৌকা ভোট পেয়েছেন ৫৫৩ আর আনারস ৬১১। সোনারগাঁও মোহাম্মদীয়া কওমি মাদ্রাসা কেন্দ্রে ৫৩৫ আর আনারসও পেয়েছেন ৫৩৫। কাবিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ভোট পেয়েছেন ৭৫৯ আর আনারস পেয়েছেন ৯৬৫। সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ভোট পেয়েছেন ৫৯৮ আনারস পেয়েছেন ১০১৬। পাঁচ পীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ভোট পেয়েছেন ৫৪৫ আর আনারস পেয়েছেন ৫৭৫। পাঁচ পীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেকটি কেন্দ্রে নৌকা ভোট পেয়েছেন ৫৪৫ আর আনারস পেয়েছেন ৬৩৬। কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ভোট পেয়েছেন ৬৮৩ আর আনারস পেয়েছেন ৭৭১। শাহাচিল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ভোট পেয়েছেন ৫৩৭ আর আনারস পেয়েছেন ৬৭৬। কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ভোট পেয়েছেন ৬৭৭ আর আনারস পেয়েছেন ৯৪০।
এই নির্বাচনের মধ্য দিয়ে এবারই প্রথম ইভিএম মেশিনে ভোট গ্রহন অনুষ্ঠিত হলো সোনারগাঁয়ে।
সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। কোথাও কোন গোলযোগ কিংবা অভিযোগ পাইনি। ইভিএম এখানে অনেকের কাছে নতুন হওয়াতে ও অনেকের আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহন কিছুটা ধীরগতি ছিল বলে শুনেছি তবে এতে কোন সমস্যা হয়নি।