en
বৃহস্পতিবার , ১৭ জানুয়ারি ২০১৯ | ২৪শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

শনিবারের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
জানুয়ারি ১৭, ২০১৯ ৪:৫৫ অপরাহ্ণ
PicsArt 01 17 10.52.27

ডেস্ক রিপোর্ট:

ক্যাপসুলের গুণগতমানে সমস্যা থাকায় আগামী শনিবারে (১৯ জানুয়ারি) অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে।


ক্যাম্পেইনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক গাজী আহমেদ হাসান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাল ও নীল ক্যাপসুল একটি আরেকটির গায়ের সঙ্গে কিছুটা লেগে যাচ্ছে। এ বিষয়টি চোখে পড়ায় প্রোগ্রাম আপাতত স্থগিত রাখা হয়েছে। যেহেতু এই প্রোগ্রামে লাখো শিশুর স্বাস্থ্যসেবার বিষয়টি সম্পৃক্ত রয়েছে, তাই ঝুঁকি নেয়া হয়নি।

এ প্রেক্ষিতে পরবর্তীতে ওষুধ পরিবর্তন করে এবং আলোচনা সাপেক্ষে ক্যাম্পেইনের তারিখ ও সময় নির্ধারণ করা হবে বলেও জানান গাজী আহমেদ।

১৯৭৪ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে আসছে। এর আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হয়। গেল বছরে এ কার্যক্রমের আওতায় ক্যাপসুল খাওয়ানোর কভারেজ বেড়ে ৯৯ শতাংশে উন্নীত হয়।

আর চলতি বছরে চলমান এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রায় ২ কোটি ১৯ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।

সর্বশেষ - লিড