নারায়ণগঞ্জের কন্ঠ:
অগ্নিঝুঁঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের টিম নগরীর বিভিন্নস্থানে অভিযান চালায়। অভিযানে ১২টি ভবনকে ঝুঁকিপূর্র্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে নোটিশ টাঙিয়ে দেয়া হয়।
১২টি ঝুঁকিপূর্ণ ভবনগুলো হলো – আল-জয়নাল প্লাজা, টোকিও প্লাজা, মার্ক টাওয়ার, জাকির টাওয়ার,নয়ামাটি মার্কেট, দেওভোগ মার্কেট, হোসিয়ারী মার্কেট, দেলোয়ার টাওয়ার, রিভারভিউ কমপ্লেক্স, আল হাকিম টাওয়ার।
শনিবারও এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, চিহ্নিত বহুতল ভবনগুলোর অধিকাংশেরই ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই নির্মাণ। অগ্নিনির্বাপনের ব্যবস্থা রাখা হয়নি। নেই।
তাছাড়া সাধারণত বহুতল ভবনের নির্মাণের ক্ষেত্রে দুটি সিঁড়ির ব্যবস্থা আবশ্যক। কিন্তু ভবনগুলোতে একটি করে সিঁড়ি রাখা হয়েছে। আর কোনোটির থাকলেও তা বন্ধ করে দেয়া হয়েছে। নেই পানির পর্যাপ্ত ব্যবস্থা।
এমনকি ভবনে আলো-বাতাস আসা-যাওয়ারও পর্যাপ্ত ব্যবস্থা রাখা নেই। আমরা অতীতের ঝুঁকিপূর্ণভবনগুলোর কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছিলো কিন্তু তাতে কোনো লাভ হয় নি।