নারায়ণগঞ্জের কন্ঠ:
করোনাভাইরাসের নমুনা সংগ্রহে নারায়ণগঞ্জের চারটি ডায়াগনস্টিক সেন্টারকে প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমানের ব্যক্তিগত উদ্যোগে করোনার নমুনা সংগ্রহে এসব ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার ( ১০ এপ্রিল ) দুপুরে সাংসদ শামীম ওসমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জের মানুষের দ্রুত সেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সাংসদ শামীম ওসমান জানান, স্থানীয় এক পত্রিকার সম্পাদক গত ৩ দিন ধরে নিজের করোনা পরীক্ষার জন্য সংশ্লিষ্টদের প্রতি নমুনা সংগ্রহের আবেদন করছেন। তারপরও এখনো তার নমুনা সংগ্রহ করা হয়নি। এ অবস্থায় সাধারণ মানুষদের দ্রুত সেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা যায়, এই জেলায় দেশের সবচেয়ে বড় চারটি ডায়াগনস্টিক সেন্টারের শাখা রয়েছে। সেগুলো হলো ল্যাবএইড, মডার্ন, মেডিনোভা ও পপুলার। এই চারটি ডায়াগনস্টিক সেন্টারকে করোনার নমুনা সংগ্রহ করার জন্য প্রস্তুত করা হয়েছে।
নারায়ণগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও বিএমএ’র সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী জানিয়েছেন, শামীম ওসমানের অনুরোধে আমরা করোনার নমুনা সংগ্রহ করতে রাজি হয়েছি।