নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়াণগঞ্জে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ,ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে আয়োজিত জনসভায় বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেছে।
শনিবার ( ২ মার্চ ) নগরীর ২নং রেল গেইটস্থ আয়োজিত জনসাভায় সভাপত্বি করেন নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান। জনসভাকে প্রানবন্ত করতে সাদা রঙের ক্যাপ পরে বন্দর থেকে খান মাসুদের নেতৃত্বে হাজার হাজার লোক সমাগমের একটি বিশাল মিছিল শীতলক্ষ্যা নদী পাড় হয়ে রাজপথ স্লোগানে স্লোাগনে মুখরিত করে সভাস্থলে যোগদান করেন।
এসময় মিছলে অংশগ্রহণ করেন, আজকের নীরবাংলা পত্রিকার সহ-সম্পাদক শরফি হাসান চিশতী, যুবলীগ নেতা মোঃ মিঠু খান, লিটন খান, বিশিষ্ট সমাজ সেবক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম, শেখ মমিন, কলাগাছিয়া ইউনিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন, যুবলীগ নেতা রুহুল আমিন, মোঃ খোরশেদ, মাকসুদ, মোঃ সানি, রয়েল, নাদিম,সাইফুল ইসলাম, হোসেন, আজিজুল হক আজিজ, সাদ্দম খান, নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, রেলী আবাসিক এলাকার আতিক হাসান রাজ প্রমুখ।