নারায়ণগঞ্জের কন্ঠ:
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পরে যে অপশক্তি এদেশে ছিল, যে সাম্প্রদায়িক শক্তি এদেশে ছিল, তাদের শিকড় এতোটাই গভীরে, আপনি যদি ৫ বছরে দশ বছরে এদের উচ্ছেদ করতে চান, এটি এতো সহজ নয়। এর জন্য সময় দরকার, ধৈর্য্য দরকার, আমাদের আরও সমৃদ্ধ হওয়া দরকার। বঙ্গবন্ধু কন্যা ছিলেন বলেই বাঙালি জাতি আবারও মুক্তিযোদ্ধের চেতনায় ফিরে আসার সুযোগ পেয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি।’
বৃহস্পতিবার (২১ মার্চ) শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৪তম জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠানে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী আরো বলেন, আমরা রাজনীতি করি কেন? রাজনীতি হচ্ছে মূল শক্তি। রাজনীতি বিবর্জিত কোন মানুষ সমাজ ও দেশের জন্য কাজ করতে পারে না। পৃথিবীতে এমন কোন দেশ বা জাতি নাই, যারা রাজনীতি ছাড়া উন্নতি করতে পেরেছেন। বঙ্গবন্ধু এই রাজনীতিকে ধারণ করেছিলেন। অসাম্প্রদায়ীক রাজনীতির কথা উজার করে ৭ মার্চ একটি বক্তব্যের মধ্য দিয়ে নিরস্ত্র বাঙালি জাতিকে একত্র করে শোসকদের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করেছিলেন। দেশটি স্বাধীন হয়েছিল বলেই সনাতন ধর্মী মানুষ ভালো আছে। যদিও বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর এদেশে স্বাধীনতা বিরোধী শক্তি, জঙ্গিবাদ শক্তি দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যার জন্য কখনো কখনো আমরা সংকটে পরেছি। কিন্তু বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে আবার ধীরে ধীরে অসাম্প্রদায়িক এবং মুক্তিযোদ্ধের চেতনার যে বিশ্বাস, সেটা আমরা পূনরায় সৃষ্টি করতে যাচ্ছি।’
শামীম ওসমানের ভূয়ষী প্রসংশা করে উপমন্ত্রী বলেন, ‘আমি স্বীকার করছি যে, যেখানে শামীম ওসমান বক্তব্য দেয়, তার পরে বক্তব্য দেয়া খুব কষ্টকর। আমরা যারা সংসদে থাকি, তার যে সুস্পষ্ট এবং বাস্তববাদী বক্তব্য, তার বলার ভয়েস তার ভঙ্গি, এরপরে আমরা দেখেছি যে সংসদে খুব কম ব্যক্তি আছে যাদের বক্তব্য মানুষ মন দিয়ে শুনে। তার বক্তৃতার সময় আমাদের তিনশ সংসদ সদস্য, এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও দেখেছি, গালে হাত দিয়ে তন্ময় ভাবে সেই বক্তব্য শুনেন। নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জায়গা। এখানে অনেক ইতিহাস আছে। একটি অসাম্প্রদায়িক, সাংস্কৃতি মনা এবং মুক্তিযোদ্ধের মূল হোতা এই নারায়ণগঞ্জবাসী এবং এই পরিবারটি।’
চাঁদপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্থিরাত্মনন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, এফবিসিসিআইএর পরিচালক প্রবীর কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, সাধু নাগমহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, জন্মাষ্টমি উদ্যাপন পরিষদ ঢাকা জেলার সভাপতি গৌরাঙ্গ দে এবং বিশিষ্ট শিল্পপতি সরোজ সাহা, হিন্দু কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টিজ পরিতোষ কুমার সাহা, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস প্রমুখ।