নারায়ণগঞ্জের কন্ঠ: বছর ঘুরে আবার এলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “দুর্গাপূজা “। প্রতি বছর শারোদৎসবে মেতে উঠে পুরো বিশ্ব।নানান আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে এই উৎসব পালিত হয়। কিন্তু সম্প্রতি এই বছর ভয়ঙ্কর মহামারীর কালো থাবা পুরো বিশ্বকে অভিশপ্ত করে তোলে।এই কালো থাবায় প্রাণ হারান বিশ্বের লক্ষ – কোটি মানুষ। পুরো বিশ্ব ছেয়ে যায় থমথমে নিরবতায়,শোকের ছায়ায় ম্লান হয়ে উঠে জনজীবন। এ বছর দেবীর দোলায় আগমন।মহালয়ার পর মলমাস শেষে এবার পুজোর আরম্ভকাল। তবে প্রতিবছরের ন্যায় নানান সাজ-সজ্জা আর আনন্দে মেতে উঠবে না এবারের শারদীয় দুর্গোৎসব। নানান বিধি-নিষেধ আর নিয়ামাবলী মেনেই এবারের উৎসব পালন হবে।তবে প্রত্যাশা করছি, দেবীর আগমনে করোনা নামক মহামারীর নিধন ঘটবে।
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাস্তবে রুপান্তর করেছেন।অসাম্প্রদায়িক বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব এখন সর্বজনীনতা লাভ করেছে। শারদীয় উৎসবটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্য সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন কে আরো সুসংহত করুক । শারদীয় দুর্গোৎসবের সফলতা কামনা করছি। সাথে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সমগ্র নারায়ণগঞ্জবাসীকে জানাই শারদীয় শুভেচ্ছা।
মিঠুন দত্ত বিল্লু
সাংগঠনিক সম্পাদক
নারায়ণগঞ্জ মহানগর যুব ঐক্য পরিষদ