নারায়ণগঞ্জের কন্ঠ: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো দুই সপ্তাহ বাড়ছে। খোলার বিষয়ে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় পরামর্শক কমিটির সাথে বৈঠক হবে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। আর এইচএসসি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ আগামী ১০ তারিখের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
করোনা সংক্রমণ বাড়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর স্কুল খুলবে কিনা সেই প্রশ্ন উঠছে সব মহলে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরো কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। যেহেতু সংক্রমণের হার এখন প্রায় ৩০ শতাংশ। হয়তো ৬ তারিখের পর আরো দুই সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালােচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রকোপ চলতি মাসের মাঝামাঝি নাগাদ কমে যাবে। প্রকোপ কিছুটা কমার সঙ্গে সঙ্গেই স্কুল খোলার আহ্বান তাদের।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, করোনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক করে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম জোরদার করা হচ্ছে। সেই সঙ্গে এইচএসসি পরীক্ষার ফল প্রস্তুতও শেষ পর্যায়ে। ১০, ১১ বা ১২ ফেব্রুয়ারি এই ৩ দিনের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশ হবে।
চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তুতিও নেয়া শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।