নারায়ণগঞ্জের কন্ঠ:
” জীবন বাঁচান, আওয়াজ তুলুন ” এই শ্লোগানে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ( ৯ মে ) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ বিআরটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তরের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যুথিকা সরকারের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( ট্রাফিক ) সালেহ উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ আইনুল হুদা চৌধুরী, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ উপবিভাগীয় প্রকৌশলী আব্দুর সাত্তার শেখ, উপবিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম, বিআরটিএর মটরযান পরিদর্শক ইমরান হোসেন, নারায়ণগঞ্জ ট্রাক কাভার্ড ভ্যান ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক ফিরোজ আলম বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ ।
সভাপতির বক্তব্যে যুথিকা সরকার বলেন, নিরাপদ সড়কের দাবিতে আমাদের সন্তানেরা রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে । পৃথিবীর কোন দেশে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে করতে দেখা যায়নি । সারাবিশ্বে গড়ে বছরে সড়ক দুর্ঘটনায় ১৩ লক্ষ লোক মৃত্যু করছে । বাংলাদেশে প্রতিদিন গড়ে ২০ জন করে মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন । এই সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা হওয়া দরকার । চালকের একার পক্ষে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় । প্রতিটি সড়ক দুর্ঘটনার পিছনে চালক একাই দায়ী নয় । কিছু কিছু খেক্ষে আমরা যারা রাস্তা পারাপার হোই আমাদের ভূলক্রুটি আছে । তিনি আরোও বলেন, সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা রোধ করতে । তাই আমাদের অবশ্যই রাস্তা পারাপারের সময়ে সচেতন হতে হবে । রাস্তা পারাপারের সময়ে জেব্রাক্রসিং ও ফুটওভারব্রিজ ব্যবহার করতে হবে । সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে ।
সভা পূর্বে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয় ।