নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় নিরাপদ সন্তান প্রসব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৮ মার্চ (বৃহস্পতিবার) সকালে সদর উপজেলা কমপ্লেক্সে নিরাপদ সন্তান প্রসব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান। প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন আমি আশা করব আজকে যে, একটি ভিডিও ক্লিপ দেখানো হলো আমি চাই আগামী বৎসর সদর উপজেলায় আমার যে ইউনিয়ন পরিষদগুলো আছে এইখান থেকে যেকোনো একটি ইউনিয়ন পরিষদে ভিডিও ক্লিপ যাহাতে সারাদেশবাসী দেখতে পারে আমি এই প্রত্যাশা করি। কারণ আমার ইউনিয়ন চেয়ারম্যান হচ্ছে সেরা চেয়ারম্যান। আপনাদের এইকাজে সহযোগিতা করবে আমার মহিলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। টোটাল একটি টীম ওয়ার্ক। তিনি ফ্যামিলি প্লান কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের প্রতি আমার একটি অনরোধ আপনারা শুধু বলবেন কি হলে নিরাপদ মাতৃত্তের সাদ গ্রহণ করতে পারবে মায়েরা? যত ব্যবস্থা আছে আমি করে দেওয়ার চেষ্টা করবো আমার সরকারের পক্ষ থেকে। প্রয়োজন হলে মহিলা বিষয়ক মন্ত্রনালয়ে সারাদিন বসে থাকব। তবুও আমি চাই না কোন মা, কোন বোন সন্তান জন্ম দেওয়ার সময় যেন বিপদগ্রস্থ হয়ে পড়ে।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ দাসের সভাপত্তিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও পরিচালক পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগ, উপ-সচিব জনসংখ্যা অধি শাখা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, উপ-পরিচালক এবং উপ-সচিব, স্থানীয় সরকার নারায়ণগঞ্জ মোকলেছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আজাদ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, ফতুল্লা থানার আওমীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শওকত আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, গোগনগর ইউপি চেয়ারম্যান নওশেদ আলী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল হক, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও পরিবার পরিকল্পার মাঠ পর্যায়ে কর্মকতা, কর্মচারীবৃন্দ।